২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বেড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

11

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর এ ঘোষণা আসে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে এই ছুটি বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ছুটির সময়ে ক্যাম্পাসবাসীকে ঘরে অবস্থান করতে হবে। জরুরি প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বের হতে পারবে না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলও সীমিত পরিসরে করতে হবে। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো জরুরি পরিষেবা চালু থাকবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।