চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক ও মংচিংনু মারমার যৌথ নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক ও মংচিংনু মারমার যৌথ নেতৃত্বে প্রকাশ্যে মাদকসেবীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে গত বুধবার জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল, ২ পিস ইয়াবা, ৫ পুরিয়া গাঁজা, ৩ পুরিয়া হেরোইন, ২ লিটার দেশী মদ, ৩টি কলকি ও ৫টি গ্যাসলাইট উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের (৪২)১ ধারায় গ্রেপ্তাকৃতদেরকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ৮২ হাজার টাকা জরিমানা করেন।