দৈনিক গৌড় বাংলা

রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২২৭ জাতের আম নিয়ে আম মেলা

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম। সূচনা বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক। এসময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় সরকার, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রহিমা খাতুন।
মেলায় প্রদর্শিত আমের জাতসমূহ হচ্ছে- গোপাল ভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, ফজলি, বোগলা গুটি, লক্ষণভোগ, গৌড়মতি, কাটিমন, তাইওয়ান গ্রিন, বারি-৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৭, নাবী বোম্বাই, রানিপছন্দ, কালী বোম্বাই, মল্লিকা, মতিচুর, রাজ গুটি, ইলসাপেটি, বাউনিলতা, জাদুভোগ, রাংগোয়াই, দুধিয়া, ঠোটবাড়ী, ভুটভুটি, গোলাপবাস, ভারতী, কালো মেঘ, কাশি ল্যাংড়া, চরুসা, গৌড় পাহাড়ি, নাক ফজলি, পটল গুটি, কুমাপাহাড়ি, দ্বারিকা ফজলী, তাই-১ গ্রিন, রঙ্গিলা গুটি, বউ ভুলানি, জায়না গুটি, বান্দিগড়, আম্রপালি বড়, চন্দন গুটি, ইলামতি, গিড়াদাগী, গোলা গুটি, ভাদরি গুটি, ঝুমকা গুটি, লিচু গুটি, বাবই গুটি, মধুমতি গুটি, শান্তি গুটি, কইবি, রহিমুড়া, নায়েবি গুটি, ডিম গুটি, মুধুচুষকি, রাংগুয়াইন, আরাজাম, নবাবী গুটি, মেঘমল্লার, বুলবুলি, গোপাল গুটি, ক্যারাবাউ, হাজারি, কাচা মিষ্টি, সূর্যডিম, লুৎফর গুটি, চিংমাই, মিসরি কান্ত, স্যানডি আম্রপালি, ল্যাংড়া গুটি, দুধস্বর, আমেনা গুটি, বোম্বাই ক্ষিরসা, বনক্ষিরসা, বাগান বিলাস, বাতাসা গুটি, খুদি ক্ষিরসা, বুদ্ধ কালুয়া, রাজলক্ষ্মী, ব্রুনাইকিং,
ফনিয়া, সিন্দুরী, সুরমা ফজলি, মোহনবাঁশি, ব্যানানা, মাধুরী, সিন্দি, বাতাসা, কাচ্চা মিঠা, গোড়মতি, বৃন্দাবনী, লতা বোম্বাই, কালুয়া, বেনারসী ল্যাংড়া, চিনা বোম্বাই, ইমাম পছন্দ, হিমসাগর, থ্যাইল্যান্ডি, কৃষ্ণভোগ, দারোদা ভোগ, কিং চাকাপাত, কালুয়া গোপালভোগ, ঝিনুক আশ্বিনা ও সুলতানী আশ্বিনা ইত্যাদি।

About The Author