ইতালির স্থগিত ফুটবল মৌসুম পুনরায় শুরুর সময়ই নির্ধারণ হয়নি এখনও। এর আগেই চলতি মৌসুম শেষ করার সময়সীমা বেঁধে দিল দেশটির ফুটবল ফেডারেশন। ইতালির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বুধবার এক বিবৃতিতে জানায়, আগামী ২০ অগাস্টের মধ্যে শেষ করতে হবে ২০১৯-২০ মৌসুম। কারণ, ১ সেপ্টেম্বর নতুন মৌসুম শুরু করতে চায় তারা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চের মাঝামাঝি থেকে স্থগিত আছে দেশটির ঘরোয়া মৌসুম। ইটালিয়ান ফুটবল ফেডারেশন গত সোমবার জানায়, অন্তত ১৪ জুন পর্যন্ত স্থগিত থাকবে দেশটির শীর্ষ লিগ সেরি আ। এবার শেষের সময়সীমা বেঁধে দেওয়ায় মৌসুম শেষ করা নিয়ে দুশ্চিন্তা আরও বাড়ল। এখনও অবশ্য দেশটির শীর্ষ তিন লিগ শেষ করার ব্যাপারে আশাবাদী ফেডারেশন। যদি কোনো কারণে খেলা পুনরায় শুরুর পর আবারও বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে প্লে-অফ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে। সেরি আয় সব ক্লাবের এখনও বাকি ১২টি করে ম্যাচ। কয়েকটি ক্লাবের একটি করে ম্যাচ বেশি বাকি। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে টানা নবম শিরোপার দৌড়ে থাকা ইউভেন্তুস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাৎসিও।