২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল জেলা মৎস্যজীবী লীগ

26

চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা মৎস্যজীবি লীগ। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা ।
সকাল ১০টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী লীগের আহব্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানীসহ অন্যরা।