সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১৩, ২০২৪ by

২য় টেস্টের দল থেকে বাদ পড়লেন বাবর

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাবর আজম বাদ পড়তে পারেন, এটি ছিল অনুমিতই। শেষ পর্যন্ত সেটিই হলো। বাবরকে বাদ দেওয়া হলো পরবর্তী দুই টেস্টের জন্য। কিন্তু ক্রিকেটভক্তদের এমন চমক দেখালো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট, সেটি হয়তো অনেকে ভাবেননি। দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিকেও। চার সিনিয়র ক্রিকেটারের পরিবর্তে পাকিস্তান দলে ডাক পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। মূলত দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতেই এমন পরিবর্তন পাকিস্তান দলে জানালেন নির্বাচক আকিব জাভেদ। প্রথম টেস্টে হেরে লজ্জার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট। তার মধ্যে এবার বাবর আজমকে বাদ দেওয়ার গুঞ্জন ছিল। সেটিই যেন সত্যি হলো। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল। সেই ঘোষিত দলে রাখা হয়নি বাবর আজমকে। শুধু তাই নয় বাবরের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহকে। ডেঙ্গু থেকে সেরে উঠতে পারেননি আবরার। যে কারণে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত নন তিনি। নির্বাচক আকিব জাভেদ জানালেন পাকিস্তানের লক্ষ্য ঘুরে দাঁড়ানো। তিনি বলেন ‘ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল নির্বাচন করা কঠিন কাজ ছিল নির্বাচকদের জন্য। আমরা খুব নিবিড়ভাবে বর্তমান ক্রিকেটারদের ফর্ম নিয়ে চিন্তা করেছি এবং ঘুরে দাঁড়ানোর জন্য যা প্রয়োজন সেটা করার চেষ্টা করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করে আমরা বাবর, শাহীন, নাসিম ও সরফরাজকে বিশ্রাম দিয়েছি। আমরা নিশ্চিত এই বিশ্রাম এসব ক্রিকেটারদের ফিটনেস, ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে।’ এই চার ক্রিকেটারকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে হাসিবউল্লাহ, মেহরান মমতাজ, কামরান গুলাম, পেসার মোহাম্মদ আলী ও জাহিদকে মেহমুদকে। আগামীকাল মঙ্গলবার মুলতানেই শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
পাকিস্তানের দল : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ-(উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী, জাহিদ মেহমুদ

About The Author

শেয়ার করুন