মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৭, ২০২৫ by

১ মে থেকে পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১ মে থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা-২০২৫। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযেগিতায় এ মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলার ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ বেনারশি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরাতন স্টেডিয়ামে মেলার অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক শুকুর উদ্দিন, এম কোরাইশি মিল্লু, শহিদুল ইসলাম শহীদ, সদস্য শামীম আলী এবং বাংলাদেশ বেনারশি মুসলিন অ্যান্ড জামদানি সোসাইটির সভাপতি এম এ মঈন খান বাবলু ও সদস্য সৈয়দ আলতাফুর রহমানসহ আরো অনেকে।
শেষে দোয়া করা হয়।
চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম বলেনÑ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা-পিতলসহ নানান পণ্য থাকবে এই মেলায়। এছাড়া দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ বিদেশের পণ্যও স্থান পাবে। চিত্ত বিনোদনের ব্যবস্থাও থাকবে।

About The Author

শেয়ার করুন