বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৪, ২০২৫ by

১৯ টাকা কমল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম

চলতি মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন যা ছিল ১ হাজার ৪৫০ টাকা।
রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হয়।
এছাড়া সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৯১ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৭৮৯ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১৪৬ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৩৮৫ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৬২৩ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৯৮১ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৫৭৭ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৯৩৫ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ১৭৩ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৬ টাকা।
এর আগে এপ্রিল মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। এছাড়া গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এর আগের মাস ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।
কমানো হয়েছে অটোগ্যাসের দামও। মে মাসে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য (অর্থ, প্রশাসন ও আইন) মো. আব্দুর রাজ্জাক, সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (পেট্রোলিয়াম) ড. সৈয়দা সুলতানা রাজিয়া এবং সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার।

About The Author

শেয়ার করুন