রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১০, ২০২৪ by

১৭ জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি

 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। অন্যদিকে ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।
তিনি জানান, আজ  রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকি অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এই তারিখ সবার সম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে।

About The Author

শেয়ার করুন