শ্যামল বর্মন
এই মুহূর্তে যে পবিত্র জায়গা বা বিষয় নিয়ে, সুখে-দুঃখে ক’জন মানুষকে আঁকড়ে ধরে সঙ্গে নিয়ে চলা, বহুদূর এগিয়ে যাওয়ার কথা বলব। দেখতে দেখতে আজ তার বয়স ১৬ বছর পার করে ১৭তে পা রাখল। ১৬ সংখ্যাটি একটা শক্তিশালী সংখ্যা, কেননা ১৬ বছরের একজন নারী সে তার যৌবনের পূর্ণতা পাই। চোখে মুখে ফুটে ওঠে নতুন কিছু সৃষ্টির রক্তকণিকা।
১০০ পয়সা গণনা করতে গেলেও ১৬ আনা ছাড়া চলবে না। মানুষের অন্যতম সৌন্দর্য্যরে দ্রব্য স্বর্ণকে পরিমাপ করতে হলে ১৬ আনায় হয় এক ভরি। তাই ১৬ সংখ্যাটি একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। এই ১৬ কথাটির মাঝে অন্যরকম উদ্যোম কাজ করে। হিন্দু ধর্মে, ১৬ নামে হরিনাম জপ করা হয়। সেখানেও ভক্তের মধ্যে শান্তি বিরাজ করে। দুর্গম, দুর্যোগ, দুর্ভেদ্যকে পাড়ি দিয়ে নানান চড়াই-উতরাই পার করে, মানব পরিবর্তনের, অশান্তি আর সংঘাত, কুসংস্কার, কুপথের পরিবর্তক, উন্নয়নশীল সমাজের প্রতিক অন্যতম মাধ্যমের শুভক্ষণ আজ।
কেননা এক এক করে হাঁটি হাঁটি পা পা করে ১৭ বছরে যার আজ পদার্পণ, সে আমার কলিজার স্পন্দন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। বর্তমানে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন নতুন ভিডিও উপহার দিয়ে আসছে। এর মাধ্যমে সারাদেশসহ গোটা বিশ্বে নিজেকে প্রকাশের লক্ষে কাজ করছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট।
এই প্রতিষ্ঠানটিকে ধরে রাখতে শুরু থেকে আজ অবধি মাথার ঘাম পায়ে ফেলে নিরলস শ্রম দিচ্ছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক জনাব মো. হাসিব হোসেন। উনার সুদূরপ্রসারী ফোক কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান।
আমি গর্ব অনুভব করি এই প্রতিষ্ঠানের একজন সদস্য হতে পেরে। আমি আরো গর্ববোধ করি যে, আমার যতটুকু পরিচিতি, সম্মান, ভালোবাসা পেয়েছি তা প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের জন্যই। আমি ২০১২ সালের ১ সেপ্টেম্বর প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটে যোগদান করেছি। আমি পেয়েছি সুন্দর একটা পরিবার। এই প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটে যোগদানের তিন মাস পর আমার মা মারা যাই। সেই থেকে আমি এই প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটকে মাতৃরূপে মেনে নিয়েছি। এই পরিবারে সন্তানের মতো দায়দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আজ আমার মায়ের প্রতিষ্ঠাকাল ১৬ বছর পূর্ণ হলো।
মায়ের জন্য জানাই হাজার ফুলের শুভেচ্ছা, শুভ জন্মদিন, শুভকামনা। এগিয়ে যাও সফলতার সঙ্গে দূরে, বহুদূরে। আমাকেও নিও মা তোমার সঙ্গে, কখনো যেও না ভুলে, আমি ১১ বছর বয়সী ১৬ বছর বয়সী মায়ের কোলে।