বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৭, ২০২৫ by

১৫ বছর আগের শচীনের রেকর্ড ভাঙলেন সূর্যকুমার

১৫ বছর আগে, ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে ৬১৮ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। শচীন খেলা ছেড়েছেন বহু আগে। তবে তার এই রেকর্ড এতদিন অক্ষুণ্ণ ছিল। আইপিএলের চলতি আসরের খেলায় গত সোমবার শচীনের সেই রেকর্ড ভাঙার কীর্তি গড়েছেন সূর্যকুমার যাদব। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩৯ বলে ৫৭ রান করেন সূর্যকুমার, হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা। এই ইনিংস খেলে চলতি আসরে তার রান হয়ে গেছে ৫৪০। ফলে ভেঙে গেছে শচীনের এক মৌসুমে করা ৬১৮ রানের রেকর্ড। মুম্বাইয়ের হয়ে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন সূর্যকুমারের একক মালিকানায়। নিজেকে শচীনের ৬১৮ রানের চেয়ে আরও এগিয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন এই তারকা। মাত্র ১৪ ইনিংস খেলেই ৬৪০ রানের কীর্তি গড়েছেন তিনি। এদিকে মুম্বাইয়ের প্রথম এবং একমাত্র ব্যাটার হিসেবে একাধিক আসরে ৬০০ রান স্পর্শের কীর্তিও গড়েছেন। এর আগে ২০২৩ সালে ১৬ ইনিংসে করেছিলেন ৬০৫ রান। শুধু শচীন নয়, সূর্যকুমার ভেঙেছেন সনাথ জয়াসুরিয়ার একটি রেকর্ডও। এতদিন মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩১টি ছক্কার রেকর্ড ছিল জয়াসুরিয়ার। সূর্যকুমার এবারের আসরে ইতোমধ্যে ৩৩টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। রেকর্ড আছে আরও। এবারের আসরে যে ১৪ ইনিংস খেলেছে, প্রতি ইনিংসেই ২৫ বা তার বেশি রান করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ইনিংসে ২৫ বা তার বেশি রান করার কীর্তিও এখন তার দখলে। ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে, যিনি এই কীর্তি গড়েন টানা ১৩ ইনিংসে।

About The Author

শেয়ার করুন