বিশ্বকাপ থেকে ফিরেই নতুন গাড়ি কিনেছেন মুস্তাফিজুর রহমান। গতকাল সাদা রঙের সেই গাড়িটা নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিশ্বকাপে ২০ উইকেট পাওয়া বাঁহাতি এই পেসার। আজই আবার সাতক্ষীরা চলে যাবেন তিনি। আগামি ১৩ জুলাই সাতক্ষীরায় মুস্তাফিজের বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
গতকাল এই তথ্য মুস্তাফিজ নিজেই নিশ্চিত করেছেন। গত ২২ মার্চ মামাতো বোন সামিয়া পারভিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।বিশ্বকাপ থেকে ফেরার পর জাতীয় দলের ক্রিকেটাররা বেশিরভাগই ছুটিতে আছেন। তামিম ইকবাল ও মুস্তাফিজ ছাড়া আর কেউ মিরপুরমুখী হননি।