১৩ ঘণ্টা পর উদ্ধার মহানন্দা নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নিখোঁজ শামীম (১৭) নামে এক কিশোরের মরদেহ প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত রবিবার সন্ধ্যায় মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন শামীম।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেতুর মাঝামাঝি অংশ থেকে রেলিং টপকে নদীতে ঝাঁপ দেন ওই কিশোর শামীম। শামীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৩নং ওয়ার্ডের টিকরামপুর উত্তরপাড়া মহল্লার মো. জালালের ছেলে। তিনি টিকরামপুর দারুল উলুম মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষা দিচ্ছিলেন। তার দুটি পরীক্ষা বাকি ছিল।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ওই কিশোর নদীতে ঝাঁপ দেয়ার সাথে সাথে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে নদীতে নৌকা নিয়ে থাকা মাঝিরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। কেউ কেউ সেতুর উপর থেকে ওই যুবকের পানি থেকে কয়েকবার মাথা তোলার অস্পষ্ট ছবিও তোলেন। তবে অন্ধকার হয়ে যাওয়ায় তাকে রাতে উদ্ধার করা যায়নি। সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল শামীমের মরদেহ উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।