বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১২, ২০২৪ by

১৩ অক্টোবর ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী

রবিবার ১৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোলের তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা বিপ্লবী ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের এ দিনে ৭৭ বছর বয়সে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেভাগা আন্দোলনে ইলা মিত্রের স্মৃতিবিজড়িত স্থান নাচোলের নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’ প্রাঙ্গণে আলোচনা ও প্রার্থনার আয়োজন করেছে ‘রানী ইলা মিত্র স্মৃতি সংসদ’। আজ রবিবার সকাল ৯টায় শুরু হবে আলোচনা সভা। তার আগে হবে প্রার্থনা।
রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং জানান, প্রতি বছর কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হলেও এবার রাওতাড়ায় ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে এবারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ আদিবাসী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, রানী ইলা মিত্র স্মৃতি সংসদ ১৪ বছর ধরে ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।

About The Author

শেয়ার করুন