Last Updated on মে ২৩, ২০২৫ by
১২০৫ লিটার চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চিকনা ডাঙ্গাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের টহলদল। অভিযানে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং পিকনিক কর্নারের লাতোয়া মুর্মুর ছেলে আবির মুর্মু (২১) ও গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলার সম্রাট কর্মকারের ছেলে শ্রী আনন্দ কর্মকার (২০)।
গত বৃহস্পতিবার এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়। তাদেরকে ১২০৫ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের সময় বিভিন্ন উপকরণসহ গ্রেপ্তার করা হয় বলেও র্যাব জানায়। র্যাব আরো জানায় তারা অনেকদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
এ ব্যাপারে রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।