১২নং ওয়ার্ডে ডা. রাব্বানীর গণসংযোগ ও পথসভা

14

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী। বৃহস্পতিবার এ গণসংযোগ ও পথসভা করেন তিনি।
বিকেলে ১২নং ওয়ার্ডের টিকরামপুর আদর্শ মোড় হতে স্কুলপাড়া, চকপাড়া, চরমোহনপুর মোড়, নামোপাড়াসহ বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ করেন ডা. রাব্বানী। গণসংযোগকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। তা না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে, দেশ পিছিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা।