১০ টাকা কেজির চাল বিতরণ : শিবগঞ্জে অনিয়ম রোধ করতে তালিকা প্রকাশ

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যের ১০ টাকা কেজির চাল কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ কর্মসূচি চালু রয়েছে। বুধবার মোবারকপুর ইউনিয়নের যারা এ কর্মসূচির সুবিধাভোগী তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। চাল বিতরণে অনিয়ম দূর করতে কার্ডধারীদের এ তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নের তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়। তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়।
এ তালিকায় কোনো অনিয়ম হয়ে থাকলে বা কেউ অবৈধভাবে অনিয়মের মাধ্যমে নিজেদের নাম তালিকাভুক্ত করে থাকলে জনসম্মুখে প্রকাশের ফলে স্থানীয় জনসাধারণ তা সহজেই চিহ্নিত করতে পারবে। এতে করে প্রকৃত সুবিধাভোগীরা নতুন করে তালিকাভুক্ত হবার সুযোগ পাবেন।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চেধৈুরী রওশন ইসলাম বলেন, উপজেলার ১৫টি ইউনিয়নেরই হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল বিতরণের জন্য যেসব সুবিধাভোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে সেগুলো প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে মোবারকপুর ইউনিয়নের সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কেউ যদি সুবিধাভোগীদের তালিকায় নাম থাকা সত্ত্বেও সুবিধা না পান অথবা এখনো কার্ড না পেয়ে থাকেন, তবে দ্রুত উপজেলা খাদ্য অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। সেই সঙ্গে অনিয়মের মাধ্যমে যেসব ভুয়া নাম তালিকায় রয়েছে সেগুলো চিহ্নিত করাও সহজ হবে। আর যদি অনিয়ম হয়ে থাকে এবং প্রমাণ হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।