Last Updated on জানুয়ারি ২১, ২০২৫ by
১০টি শিশু বিকাশ কেন্দ্র চালু করল ওয়ার্ল্ড ভিশন
চাঁপাইনবাবগঞ্জে ৩ থেকে ৫ বছরের কম বয়সী ২৫০ জন শিশুর সার্বিক বিকাশের লক্ষে ১০টি শিশুর প্রাক শৈশব যত্ন ও বিকাশ কেন্দ্র (লার্নিং রুটস) চালু করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এসব কেন্দ্র চালু করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শেহালা কলোনিতে একযোগে ১০টি কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের এ কার্যক্রম সাফল্যমণ্ডিত করার জন্য এলাকার জনসাধারণ কেন্দ্র স্থাপনের জায়গা, ঘর ও বিভিন্ন শিক্ষা উপকরণ নিজেদের উদ্যোগে ব্যবস্থা করেছেন। প্রতিটি কেন্দ্র সঠিকভাবে পরিচালনার জন্য কমিটি গঠনসহ সমঝোতা স্বাক্ষর সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি শিশুদের এ কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষে ২৫০ জন শিশুকে স্কুল ব্যাগ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট-ইন্টিগ্রেটেড লাইভলিহুড প্রোগ্রামের ইফতেখার উদ্দিন আহম্মেদ, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. গোলাম সারোয়ার, সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন গ্রেগোরী, চাঁপাইনবাবগঞ্জের স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা অফিসার রিপন গমেজ।