হেলথ ওয়াচের চিত্রগল্প প্রতিযোগিতায় পাঁচ বিজয়ীর ৩ জনই চাঁপাইনবাবগঞ্জের

205

বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক চিত্রগল্প প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনই সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জের শ্রীমতি বিপাসা, আখতার জাহান ও জুবায়ের আহমেদ। তিনজনই জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য। বিজয়ী অন্য দুজনের মধ্যে বরগুনার মহিউদ্দিন অপু তৃতীয় এবং মানিকগঞ্জের সজিব মিয়া পঞ্চম হয়েছেন।
পুরস্কার হিসেবে শ্রীমতি বিপাসা ২০ হাজার টাকা, আখতার জাহান ১৫ হাজার টাকা ও জুবায়ের আহমেদ সাড়ে ৭ হাজার টাকা ছাড়াও একটি করে ক্রেস্ট ও সনদপত্র পাবেন।
উল্লেখ্য, বাংলাদেশ হেলথ ওয়াচ দেশের আটটি বিভাগের আট জেলা ও একটি করে উপজেলায় স্বাস্থ্য বিষয়ে কাজ করছে। জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মাধ্যমে হেলথ ওয়াচ তাদের কর্মসূচি বাস্তবায়ন করছে।
রবিবার দুপুরে ভার্চুয়ালি বিজয়ীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডাইরেক্টর শেখ মাসুদুল আলম। এ সময় কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আখতার, প্রোগ্রাম ম্যানেজার মুরশেদ আলম, কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) রিয়াজ উদ্দিন খান, প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন) বুশরা মাহজাবিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চিত্রগল্প প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলÑ হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনার হালচাল/অবস্থা, তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবার চিত্র (কমিউনিটি ক্লিনিক), স্বাস্থ্য সেবার পটভূমিতে নারী ও শিশু, কিশোর ও কিশোরীর স্বাস্থ্য সেবা, মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবা ও সেবাপ্রদানকারী ও সেবাগ্রহীতার সম্পর্ক।
চিত্রগল্প জমা দেয়ার শেষ তারিখ ছিল গতবছরের ১০ ডিসেম্বর। প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৭টি, মানিকগঞ্জ থেকে ৮টি, বরগুনা থেকে ৬টি ও খাগড়াছড়ি থেকে ৩টিসহ মোট ৪৪টি চিত্রগল্প জমা পড়ে। একজন প্রতিযোগীর কয়েকটি বিষয়ে চিত্রগল্প জমা দেয়ার সুযোগ ছিল। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেনÑ ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমিউনিকেশন) আসিফ ফয়সাল, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী ও প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন) নওশীন মৌলী।
উল্লেখ্য, উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাধ্যমে বাংলাদেশ হেলথ ওয়াচ চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এবং নাচোলে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম পরিচালনা করছে।
এদিকে চিত্রগল্প প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের তিন সদস্য যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান লাভ করায় শ্রীমতি বিপাসা, আখতার জাহান ও জুবায়ের আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক হাসিব হোসেন ও বাংলাদেশ হেলথ ওয়াচের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পারসন প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ।