হেরোইন ও ইয়াবাসহ নারী আটক

12

চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর রেলবাগান থেকে হেরোইন ও ইয়াবাসহ মোসা. সেলিনা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক হওয়া ওই নারী হুজরাপুর রেলবাগান মহল্লার মো. আব্দুল লোকমান শেখের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান জানান, তার নেতৃত্বে গত মঙ্গলবার জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে হুজরাপুর রেলবাগান মহল্লার মোসা. সেলিনা বেগমকে তার নিজ বাড়ি থেকে ২৬ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানান মো. রায়হান আহমেদ খান।