হেরোইনসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

30

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বাগডাঙ্গা খাকচাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ মো. সিরাজুল ইসলাম (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত চাঁন মোহাম্মদের ছেলে।
র‌্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বাগডাঙ্গা খাকচাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।