র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকা হতে ৫২০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে। কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ এ অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গোপন তত্থ্যের ভিত্তিতে র্যাবের অপারেশন দলটি গত রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের সারাংপুর এলাকায় বিশেষ অভিযানটি চালানো হয়। অভিযানে ৫২০ গ্রাম হেরোইনসহ মো. নাদিম আলী (১৯) নামের একজনকে আটক করা হয়। নাদিম আলী মহারাজপুর হাই স্কুল এলাকার আজিজুল হকের ছেলে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।