বুধবার, ১৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৭, ২০২৪ by

হিমালয়ের চূড়া থেকে সরানো হলো এগারো টন আবর্জনা

এ বছর এভারেস্ট এবং আরো দুটি হিমালয় পর্বত থেকে এগারো টন আবর্জনা, চারটি মৃতদেহ ও একটি কঙ্কাল সরানো হয়েছে বলে নেপালের সেনাবাহিনী বলেছে। এভারেস্ট, নুপ্তসে এবং লোটসে পর্বত থেকে আবর্জনা এবং মৃতদেহ উদ্ধার করতে সেনাদের ৫৫ দিন সময় লেগেছে।ধারণা করা হচ্ছে, পঞ্চাশ টনেরও বেশি বর্জ্য এবং ২০০টিরও বেশি মৃতদেহ এভারেস্টকে আবৃত করে রেখেছে। ২০১৯ সালে নেপালের সেনাবাহিনী পাহাড়ের এই বার্ষিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। যাকে প্রায়ই বিশ্বের সর্বোচ্চ আবর্জনা ফেলার স্থান বলা হয়। সেনাবাহিনী বলছে, এখন পর্যন্ত ৫টি পরিষ্কার-পরিচ্ছন্নতাকারী দল ১১৯ টন আবর্জনা, ১৪টি মানুষের মৃতদেহ এবং কিছু কঙ্কাল সংগ্রহ করেছে। এই বছর কর্তৃপক্ষের লক্ষ্য ছিল হিমালয় পর্বত থেকে আবর্জনা কমানো। এ ছাড়া পর্বতরোহীদের ট্র্যাকিং ডিভাইস পরিয়ে এবং তাদের নিজস্ব মল ফিরিয়ে আনার মাধ্যমে উদ্ধার কাজে উন্নতি করা। নেপালের পর্বতারোহণের পর্যটন বিভাগের পরিচালক রাকেশ গুরুং বিবিসিকে বলেছেন, ‘ভবিষ্যতে সরকার আবর্জনা নিরীক্ষণের জন্য একটি ‘মাউন্টেন রেঞ্জার’ দল তৈরি করার এবং বর্জ্য সংগ্রহের জন্য আরো অর্থ দেওয়ার পরিকল্পনা করছে। মোট আনুমানিক ৬০০ মানুষ এই বছর পর্বত আরোহণ করেছেন। এ বছর আট পর্বতারোহী মারা গেছে বা নিখোঁজ হয়েছে, যা গত বছর ছিল ১৯ জন। এদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ড্যানিয়েল প্যাটারসন এবং তার নেপালি গাইড পাস্তেনজি শেরপাও আছেন। গত ২১ মে তুষারপাত শুরু হলে তারা নিখোঁজ হয়েছিলেন। পর্যটন বিভাগের পরিচালক রাকেশ গুরুং বলেছেন, এই বছর পর্বতারোহীর সংখ্যা কম ছিল। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ভারতে জাতীয় নির্বাচনের কারণে সে দেশ থেকে পর্বতারোহীদের সংখ্যা এবার কম ছিল। নেপালের সুপ্রিম কোর্ট মে মাসে সরকারকে পারমিট সীমিত করার নির্দেশ দেওয়ার পর, পারমিটের সংখ্যা আরো কমে যাবে। প্রাথমিক আদেশে সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করা হয়নি। সূত্র : বিবিসি

 

About The Author

শেয়ার করুন