মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৭, ২০২৪ by

হাসপাতালে ঋতাভরী চক্রবর্তী

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর অপারেশন হয়েছে। বর্তমানে তিনি সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অনেকদিন ধরেই শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন ঋতাভরী চক্রবর্তী। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা, পরে জানা যায় গলব্লাডারে স্টোন রয়েছে তার। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ জানান, ঋতাভরীর জ্ঞান ফিরেছে। আপাতত বিশ্রামে আছেন তিনি। তার সঙ্গে রয়েছেন মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা। তিনি আরও বলেন, খুব কষ্ট পাচ্ছিল মেয়েটা। তাই এই অপারেশনটার দরকার ছিল। এখন ফোনে কথা বলার মতো পরিস্থিতিতে নেই ঋতাভরী। অপারেশনের পর ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। এর আগে ২০২১ সালেও একবার হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। ওই সময় ফিস্টুলার অপারেশন হয়েছিল। পিত্তথলিতে পাথর রয়েছে তার, সেই রিপোর্ট হাতে আসার পর তখনও দেরি না করে তড়িঘড়িই অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন ঋতাভরী। নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন ‘ফাটাফাটি’ অভিনেত্রী। বহুরূপীর শ্যুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন।

About The Author

শেয়ার করুন