চাঁপাইনবাবগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা জ্ঞান বৃদ্ধির লক্ষে ১০ দিনের বিশেষ কোর্স শেষ হয়েছে বৃহস্পতিবার। সমাপনী দিনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সহসভাপতি আলহাজ্জ জহরুল হক। চলতি মাসের ১৬ অক্টোবর শুরু হওয়া এ বিশেষ কোর্সে বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।