সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৫, ২০২৪ by

হাঙরের আক্রমণে অভিনেতার মৃত্যু

হাঙরের আক্রমণে মারা গেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত অভিনেতা টামায়ো পেরি। রোববার বিকালে হাওয়াই দ্বীপে সার্ফিং করার সময়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৯ বছর। দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে। স্থানীয় জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার বিকালে ওহুর হাওয়াই দ্বীপের মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। গত সোমবার দুপুর ১টা সময় হাঙরের আক্রমণে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হওয়ার খবর পান তারা। পরে সমুদ্র থেকে পেরির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের জন্য জেট স্কি ব্যবহার করা হয়। হুনুলুলু সমুদ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কোর্ট লেগার। এ বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ঘটনার পর সংবাদ সম্মেলনে কোর্ট বলেন, ‘পেরি পেশাদার একজন সার্ফার ছিলেন। সবার কাছে অনেক প্রিয় ছিলেন তিনি। ওহুর উত্তর তীরবর্তী অঞ্চলে যেমন পরিচিত ছিলেন, তেমনি সারা বিশ্বের মানুষও তাকে চেনেন। মানুষ তাকে যতটা ভালোবাসতেন, তারচেয়েও বেশি পেরি মানুষকে ভালোবাসতেন। পেরির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন টামায়ো। তা ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস টু’, ‘হাওয়াই ফাইভ-০’ প্রভৃতি সিনেমায়।

About The Author

শেয়ার করুন