যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে সামরিক সিএইচ-৫৩ পরিবহন হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের পর দুটি আকাশযানই বিধ্বস্ত হওয়ার ঘটনাই নিখোঁজ ১২ মেরিন সেনাকে মৃত ঘোষণা করা হয়েছে। সমুদ্রের ৪০ হাজার বর্গ নটিক্যাল মাইলে পাঁচদিন অনুসন্ধান শেষে তারা এই ঘোষণা দিয়েছে।মার্কিন কোস্ট গার্ড মঙ্গলবার নিখোঁজ সেনাদের অনুসন্ধান অভিযান বন্ধ ঘোষণা করে। ।মার্কিন মেরিন সেনাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মেরিন সেনাদের মৃত্যুর খবর অফিসিয়ালি গোপনীয় বিষয়। মৃত্যুবরণকারীদের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়।দুই হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যুবরণকারী সেনাদের বয়স ২১ থেকে ৪১ বছরের মধ্যে।হেলিকপ্টার দুটিতে ছয়জন করে মেরিন সেনা ছিলেন।হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হওয়ার পর অনুসন্ধান অভিযান শুরু হয়। প্রবল বাতাসের কারণে এই তল্লাশি অভিযান বাধাগ্রস্ত হয়েছে।দুটি হেলিকপ্টারের কোনোটি থেকেই দুর্ঘটনা কিংবা সমস্যা সংক্রান্ত কোনো কল পাঠানো হয়নি বলে জানা গেছে।