হাই কেয়ার স্কুলে অনুদান দিলেন আনিসুর রহমান

16

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগে বাকপ্রতিবন্ধীদের কথা শেখানোর শিক্ষাপ্রতিষ্ঠান হাই কেয়ার স্কুল পরিদর্শন করে তার মাসিক অনুদানের চেক দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আনিসুর রহমান। অনুদান হিসেবে প্রতি মাসের ৫ হাজার টাকা হিসাবে চলতি বছরের ৬০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে।
এ সময় প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী, একমাত্র মেয়ে ও জামাই।
শনিবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা সস্ত্রীক বিদ্যালয়ে পৌঁছালে শিশু শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে। পরে তিনি পরিচালনা কমিটির সদস্যদের সাথে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ-সময় সেখানে উপস্থিত ছিলেনÑ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বাক্কার, উপদেষ্টামণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, সহসভাপতি অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, উপদেষ্টা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, মোসা. আমিনা সুলতানা ডেইজি, পরিচালনা কমিটির সদস্য মো. মুসফিকুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য শাহনেওয়াজ দুলালসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।