হাইকোর্ট বিভাগের বিচারপতি আক্তারুজ্জামানকে সংবর্ধনা

120

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। তার আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা প্রদান করে জেলা আইনজীবী সমিতি।
বিকেলে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিচারপতি মো. আখতারুজ্জামান। অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন- জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আয়েজ উদ্দিন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা অংশ নেন, সিনিয়র আইনজীবী আবু নজর হোসেন খান বৃটিশ, অ্যাডভোকেট নজরুল ইসরাম, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, অ্যাডভোকেট মো. ইসহাকসহ অন্য আইনজীবীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি জেনারেল মাহমুদুল ইসলাম কনক।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. আখতারুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেনÑ চাঁপাইনবাবগঞ্জে মামলা দায়েরের চেয়ে মামলা নিষ্পত্তির হার সন্তোষজনক। এছাড়া তিনি মামলা পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। বিভিন্ন কারণে স্থগিত থাকা মামলাগুলোর কার্যক্রম শুরুর বিষয়ে পদক্ষেপ নিবেন বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন।