হাঁটুর সমস্যার কারণে পোপের লেবানন সফর স্থগিত

8

স্বাস্থ্যগত কারণে লেবাননে পরিকল্পিত সফর স্থগিত করেছেন পোপ ফ্রান্সিস। সোমবার লেবাননের পর্যটনমন্ত্রী ওয়ালিদ নাসের এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির। পোপের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, স্বাস্থ্য সমস্যার কারণে পোপের সফর করা সম্ভব হবে না। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে আগামী ১৫ জুন পোপ প্রথমে ইসরায়েল ও পরে লেবানন ও জর্ডানে পৌঁছানোর কথা ছিল। এর আগে গত ৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে পোপ জানান, তার বয়স ৮৫। তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। হাঁটুর সমস্যার কারণে চলাফেরা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে, একটু হাঁটলেই ব্যথা হয়। তবে অবস্থা এখন একটু ভালোর দিকে। এক সপ্তাহ আগে তিনি মোটেও হাঁটতে পারছিলেন না বলে জানান তিনি। ফ্রান্সিসের হাঁটুর সমস্যা থাকা সত্ত্বেও ভ্যাটিকান জুলাইয়ের শুরুতে কঙ্গো এবং দক্ষিণ সুদানে তার সফর নিশ্চিত করেছে এবং ফ্রান্সিস বলেছেন যে, তিনি আগামী মাসে কানাডায় যাওয়ার আশা করছেন।