হলিউডে উৎসাহী নন কারিনা

66

09-হলিউডে কাজ করার ব্যাপারে মোটেই উৎসাহী নন কারিনা কাপুর। যেখানে প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন হলিউডের সিঁড়ি তরতরিয়ে চড়ছেন। এমনকী, বলিউডের অন্য অভিনেতা-অভিনেত্রীরাও হলিউডে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন, সেখানে করিনার গলায় সম্পূর্ণ অন্য সুর!
কারিনার ভাষ্য, হলিউডে কাজ করার কোনও আগ্রহ নেই। এখন বলিউডের ছবি বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ দেখেন। সুতরাং হলিউডে কাজ না করেও বলিউডের অভিনেত্রীরা বিশ্বে পরিচিতি পাচ্ছেন। এছাড়াও হলিউডে কাজ করার জন্য আলাদা রকম উদ্যম এবং লক্ষ্যের প্রয়োজন, যা তাঁর মধ্যে নেই বলে মনে করেন তিনি। আপাতত ‘কি অ্যান্ড কা’ ছবির প্রচারের কাজেই ব্যস্ত কারিনা।