চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর নিবাসী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আহমদ আলী ইন্তেকাল করেছেন। তিনি গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার দুপুর ২টায় বেলেপুকুর গোরস্থানে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন।