চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ৭ম বারের মতো লীগ অব চাম্পিয়নস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় বিদ্যালয়টির মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে হরিমোহন এসএসসি ২০১৯ ও ২০১৪ ব্যাচ। নির্ধারিত সময়েই খেলা শেষ হয়। এতে এসএসসি-১৪ ব্যাচ ২-১ গোলে এসএসসি-১৯ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন- হরিমোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ অন্যরা।
এবারের টুর্নামেন্টে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২টি এসএসসি ব্যাচের ফুটবল দল অংশ নেয়। গত ২৭ জুন এ টুর্নামেন্ট শুরু হয়।
Home চাঁপাইনবাবগঞ্জ হরিমোহনে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট : চ্যাম্পিয়ন এসএসসি-২০১৪ ব্যাচ