Last Updated on জুলাই ৩, ২০২৪ by
হরিজন সম্প্রদায়ের মধ্যে বেঞ্চ ও অন্যান্য উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ কোর্টবাগানের হরিজন সম্প্রদয়ের মধ্যে বেঞ্চ ও আসবাবপত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে রেলস্টেশন বস্তি এলাকায় এসব আসবাবপত্র ও অন্যান্য উপকরণ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ সদর’র আয়োজনে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।
বিতরণ অনুষ্ঠানের আগে হরিজনদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দেন মুক্তা নামের একজন।
বিতরণকৃত বিভিন্ন উপকরণের মধ্যে ছিলÑ বেঞ্চ, চেয়ার, ডেকচি ও থালাবাসন।