হযরত আয়েশা (রা.)’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

13

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন। এছাড়া আলোচনা করেন- জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড অফিসার এ.জি.এম.জি. গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের নারী শিক্ষক ও সেলাই প্রশিক্ষণের ছাত্রীরা অংশগ্রহণ করেন।
আলোচকগণ হযরত আয়েশা (রা.) এর জীবন ও কর্ম চর্চা করে নিজের জীবনে অনুসরণ করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।