শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১৫, ২০২৪ by

হত্যা মামলায় চারজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে রুবেল হোসেন ডালিম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস, ১ জনকে ৫ বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদণ্ড এবং ২ জনকে ১ বছর করে কারাদণ্ড, ১ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া টেন্ডারপাড়ার মফিজ উদ্দিনের ছেলে জিয়ারুল ওরফে ঝাটু (৩৪)। ৫ বছর কারাদণ্ডপ্রাপ্ত ১ জন হলেন- একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মিজানুর এবং ১ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মফিজ উদ্দিনের ছেলে আমিরুল ওরফে আমরুল ও তার ছেলে রুবেল হোসেন।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তসিকুল ইসলাম নামে একজনকে খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০১৯ সালের ২৩ এপ্রিল সকালে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া টেন্ডারপাড়া এলাকায় ২টি ট্রাক্টরের ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাদীর ভাতিজা আল আমিন ও রুবেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে একটি চায়ের দোকানের সামনে বাদীর ছেলে ও ভাতিজাদের আসামিরা লাঠি লাদনা ও হাঁসুয়া দিয়ে আঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়। এসময় আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। রাজশাহী নিয়ে যাওয়ার পথে বাদী আবুল কাশেমের ছেলে রুবেল হোসেন ডালিম মারা যান। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) মো. ওমর খৈয়াম ৫ জনকে অভিযুক্ত করে ওই বছরের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন।

About The Author

শেয়ার করুন