Last Updated on জানুয়ারি ১৬, ২০২৫ by
হতদরিদ্রদের মধ্যে শাকসবজির বীজ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও চর অনুপনগর ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ ও ৫নং ওয়ার্ডে ১০০টি হতদরিদ্র পরিবার ও ৭০০টি নিবন্ধনকৃত পরিবারে ৫ ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বালিয়াডাঙ্গার সুবিধাভোগীদের মধ্যে এই বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল আলম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য একরামুল হক, সফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার মি. জেমস বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী, শিশু নিরাপত্তা কর্মকর্তা মি. রিপন গমেজ।
সকল শিশুর ক্ষুধামুক্ত ও অপুষ্টি দূরীকরণে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত বিতরণ কার্যক্রমে স্থানীয় সরকার প্রতিনিধি ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।