সড়ক দুর্ঘটনা নাচোলে পাওয়ারটিলার চালক নিহত

24

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে এক পাওয়ারটিলার চালক নিহত হয়েছেন। নিহত মাসুদ উপজেলার ফতেপুর ইউনিয়নের মিরকাডাঙ্গা এলাকার মৃত ইসরাইল হকের ছেলে। উপজেলার খেসবা গ্রামে নাচোল-খলসী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওয়ারটিলার চালিয়ে নাচোল বাজার থেকে মিরকাডাঙ্গা যাওয়ার পথে খেসবা গ্রামে একটি বাচ্চা গরুকে বাঁচাতে গিয়ে পাওয়ারটিলারটি উল্টে যায়। চালক মাসুদ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় বাচ্চা গরুটিও মারা যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।