চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন বৃদ্ধা রয়েছেন। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে হাসান আলী (আড়াই বছর) ও গোমস্তাপুর উপজেলার নগরপাড়া গ্রামের মো. আব্দুর রাকিবের স্ত্রী মাবিয়া বিবি (৭৩)। বৃহস্পতিবার পৃথক এ দুর্ঘটনা ঘটে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বীরেশ্বরপুরে রাস্তা পার হচ্ছিল শিশু হাসান আলী। এসময় সেখান দিয়ে যাওয়া একটি ট্রলির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া এলাকায় মেয়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন মাবিয়া বিবি। এসময় ধানভর্তি ট্রাক্টরের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আত্মীয়-স্বজনরা হাসপাতালে নেয়ার পথে আক্কেলপুর বাজার এলাকায় তিনি মারা যান।