বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২০, ২০২৪ by

সৎ থাকলে কাউকে দমিয়ে রাখা যায় না : তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। আর ভালো কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা। এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভালো ভালো অনেক কাজ করছি যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এজন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’ তিশা আরও বলেন, ‘জীবনে উত্থান-পতনের মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে আমার একটা খুব ভালো দিক বা গুণ বলতে পারি, যেটা হয়ত অনেক আর্টিস্ট পারেনা।’ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর সুযোগ হয়েছে ক্লাসিক্যাল নাচ করার। প্রায় ৬ বছর পর নাচলাম। আমি তো আসলে নাচের মেয়ে। গ্রাজুয়েশন শেষ করিনি কিন্তু পাঁচ বছর নাচের প্রশিক্ষণ নিয়েছি। সে জায়গা থেকে আমি নাচ ভালোবাসি।’ অভিনেত্রীর ভাষ্য, ‘অভিনয়ের পাশাপাশি আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে স্টেজ পারফর্ম। একটা সুন্দর কাজের প্রাপ্তি নিয়ে বছরটা শেষ করছি।’ তবে গত বৃহস্পতিবার সকালে মাদককা-ে জড়িয়েছে তিশার নাম। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে এবার সিনেমায় নাম লেখাচ্ছেন তিশা। তাকে নিয়ে নির্মিতব্য প্রথম সিনেমাটির নাম ‘ঘুমপরী’। তার এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।

About The Author

শেয়ার করুন