Last Updated on জুন ২৮, ২০২৪ by
স্লোভাকিয়ায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৭
স্লোভাকিয়ায় ট্রেন-বাস সংঘর্ষে ৭ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ক্রসিংয়ে এই ঘটনা ঘটেছে। জরুরি পরিষেবাগুলোর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। স্টেট রেলওয়ে কোম্পানি জেডএসএসকে জানিয়েছে, ১০০ জনের বেশি যাত্রী নিয়ে আন্তর্জাতিক ট্রেনটি প্রাগ থেকে বুদাপেস্টে যাচ্ছিল। পথিমধ্যে রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১১০ কিমি (৬৮ মাইল) পূর্বে নভে জামকির কাছে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। স্লোভাক এবং চেক মিডিয়া জানিয়েছে, নিহতদের কেউই ট্রেনের যাত্রী ছিলেন না। তবে তাদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।