স্মৃতির স্মরণে রেডিও মহানন্দা

119

সুমন মুহাম্মদ হাফিজ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বড়গাছী গ্রামে আমার বেড়ে ওঠা। পারিবারিকভাবেই সাংস্কৃতিক পরিম-লে বড় হয়েছি আমি। স্কুল ও কলেজ জীবন রহনপুরে কেটেছে। বাবার গানের কন্ঠ ছিল অত্যন্ত সুমধুর। আমার বাবা প্রয়াত আবুল কালাম শামসুদ্দিন ছিলেন বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিদ্যালয়েই একদিন হঠাৎ করেই রেডিও মহানন্দার কয়েকজনের সাথে পরিচয় ঘটে আমার। তাঁরা একটি অনুষ্ঠানের জন্য আসেন এবং সাংস্কৃতিক শিক্ষা নিয়ে আমার একটি ছোট্ট সাক্ষাৎকার নেন। এভাবেই শুরুটা। পরবর্তীতে অনেক গান রেকর্ড করেছি রেডিও মহানন্দায়। আমার নজরুল ও আধুনিক গান তাঁরা মাঝে মাঝেই প্রচার করেন, মনিরুল ইসলামের কথায় ‘বাংলাদেশের ভূস্বর্গ চাঁপাইনবাবগঞ্জ’ গানটি আমার কন্ঠে বেশ জনপ্রিয় হয়ে ওঠে রেডিও মহানন্দায়। রেডিও মহানন্দার শ্রোতারা ইন্টারনেট ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে সব জায়গা হতে শুনতে পান বলেই এটি অনেক জনপ্রিয় ও শক্তিশালী একটি মাধ্যম। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করায় শুধুমাত্র ঈদের ছুটিতে রেডিও মহানন্দায় লাইভ অনুষ্ঠানগুলি করা হয়ে ওঠে। রেডিও মহানন্দাকে আমি একটি পরিবার বলতে পারি। এখানে এলে সবাই আপন হয়ে যায়। রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের পরিবারে আরজে রিতা, গীতিকার মনিরুল ভাই, বাদ্যযন্ত্রশিল্পী আজাদ ভাই, রেজাউল ভাই, শ্যামল ভাই ও শরীফ ভাইসহ অনেকেই অত্যন্ত আন্তরিকভাবে এই রেডিও স্টেশনে সেবা দিয়ে থাকেন। আমার বড়ই সৌভাগ্য রেডিও মহানন্দার সিইও জনাব মো. হাসিব হোসেনের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। যদিও খুব অল্প সময় তাঁর সান্নিধ্য পেয়েছি। সেই অল্প সময়েই তাকে যতটুকু উপলব্ধি করেছি তা তুলনাহীন, অমায়িক, উদারতায় ভরপুর ও মনে রাখার মত। রেডিও মহানন্দার প্রচারে আমি একটি বিশেষ দিক লক্ষ করেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ও আঞ্চলিক সাংস্কৃতিক বিষয়গুলি সুন্দরভাবে প্রচার করা। বিশেষ করে আলকাপ গান, কবিগান, পালাগান, গোম্ভীরা, পটগানসহ অনেক অল্পশ্রুত ও আঞ্চলিক বিষয়গুলি সারা বিশে^ ছড়িয়ে দেয়ায় রেডিও মহানন্দার অবস্থান সুদৃঢ় বলে মনে করি। এ ছাড়াও অত্রাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষি, কৌতুক, নারীশক্তি প্রভৃতি প্রডাকশনের মাধ্যমে তারা অলাভজনকভাবে কাজ করে চলেছেন। ২৮ ডিসেম্বর ২০১৯ রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত দিবস রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এ আমি লাইভ সংগীত পরিবেশন করার আমন্ত্রণ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের সার্বিক সম্বৃদ্ধি কামনা করি। শুভকামনা সতত।

কন্ঠশিল্পী, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।