বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৯, ২০২৫ by

স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করেন : চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামি ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হলো একটি মানবিক উদ্যোগ, যেখানে মানুষ নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করে। এটি শুধু ব্যক্তিগত নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে না, বরং সামাজিক ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ গড়ে তোলে। তরুণদের জন্য এটি নেতৃত্ব ও অভিজ্ঞতা অর্জনের এক চমৎকার মাধ্যম, যা ভবিষ্যতে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ সুগম করে। স্বেচ্ছাসেবীরা প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা অন্য যেকোনো সংকটে তাৎক্ষণিক সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, যা একটি সহনশীল ও সহানুভূতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি বলেন, “রক্তদানের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ খুবই অগ্রসর, আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই মানবতার সংগঠন—চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন।” রবিবার চাঁপাইনবাবগঞ্জের রক্তদাতা সংগঠন ‘চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“এসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে
সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে সংয়গঠনটি।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ, ডা. জহির রায়হান এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক ফয়সাল আজম অপুসহ অন্যরা। এছাড়া জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমাজসেবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ডা. মাহফুজ রায়হান বলেন, “স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মকে আরো সুশৃঙ্খলভাবে গড়ে তোলা প্রয়োজন, যাতে এটি দীর্ঘমেয়াদী টেকসই ও কার্যকর ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটা হয়।

About The Author

শেয়ার করুন