বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৪, ২০২৫ by

স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগে আগামী ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা করেছে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবর আলী রুমনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রাসেল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন- দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথি রাসেল মাহমুদ কর্মসূচিকে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা এবং স্বেচ্ছাসেবকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশনা দেন।

About The Author

শেয়ার করুন