স্বাস্থ্য সেবা ও সহায়তাকরণ দক্ষতা বিষয়ে ওরিয়েন্টশন

24

চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্বাস্থ্য সেবা ও সহায়তাকরণ দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার বেলেপুকুরের নকিব হোসেন মিলনায়তনে ৩ জন স্বাস্থ্য পরিদর্শক ও ৩০ জন স্বাস্থ্য কর্মকর্তাসহ মোট ৩৯ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রয়াস হেলথ কেয়ারের আয়োজনে ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, কর্মসূচি ব্যবস্থাপক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইনজামাম উল হক, উন্নয়ন কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল ইসলাম ও আব্দুর রহমান, জুনিয়র অফিসার (ট্রেইনি) মঞ্জিলা আক্তার সুমি।