চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি কৌশল ও স্বাস্থ্য অধিকার ফোরামের ভূমিকা শীর্ষক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন- জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া।
প্রশিক্ষণে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন ঢাকার কনসালটেন্ট মো. মোজাহিদুল ইসলাম নয়ন ও আল আমিন শিশির।
এসময় উপস্থিত ছিলেন- জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, প্রয়াসের সহকারী ব্যবস্থাপক সেলিম রেজা, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, মৌটুসী চৌধুরী, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।