রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২৩, ২০২৫ by

স্বাস্থ্য অধিকার ফোরামের অংশীজন সভা

চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ। সভায় সূচনা বক্তব্য দেন- জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, কোনো বিশেষজ্ঞ ডাক্তার যদি কোনো রোগীকে রেফার্ড করে তাহলে বুঝতে হবে, রোগীর ভালোর জন্য তা করা হচ্ছে। এটা আপনাদের মানতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, আমাদের ২৫০ শয্যা বেডের হাসপাতাল, এখানে নিয়মিত ৩৫০-৪০০ রোগী ভর্তি থাকে। আমরা চেষ্টা করছি, আপনাদের আরো ভালো সেবা দেয়ার। এসময় তিনি আরো বলেন, আগামীতে নবজাতক বা শিশু বিভাগে সকাল ও সন্ধ্যায় পরিদর্শন ব্যবস্থা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, সদস্য শ্রীমতি বিপাশা, সেবাগ্রহীতা মনিরুল ইসলাম, আবুল বাশার, ইরিনা খাতুন, ডলিয়ারা, শুকতারা ও জিন্নাতুন।
এসময় সেবাগ্রহীতারা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে ওয়ার্ডগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী, যুববিষয়ক সম্পাদক খোন্দকার আবদুল ওয়াহেদ, সদস্য মাহবুবুল আলম, সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার শামীমা খাতুন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার বেগম নুরুন নাহার, পারভীন বেগম ও সালেহা খাতুন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল ও জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌস।
প্রসঙ্গত, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণÑ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।

About The Author

শেয়ার করুন