স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রের শ্রদ্ধা নিবেদন

19

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের শহীদ ও সম্ভ্রম হারানো ২ লাখ মা বোনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্যানেল মেয়র-১ সালেহ উদ্দিন, প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, কাউন্সিলর দুলাল আলী, ইব্রাহিম আলী, রাজু আহমেদসহ অন্যান্যরা। পরে মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান মেয়রসহ অন্যরা।