নওগাঁর নিয়ামতপুর ও পোরশা উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনÑ নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, নিয়ামতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, মোজাফফর হোসেন, পোরশা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ওয়াব শাহ্, ইব্রাহিম আলীসহ অন্যরা।