স্বাধীনতার মান

8

মো. রমজান আলী

এই দেশটা ছিল একদিন পরাধীন,
লক্ষ শহীদ রক্ত দিয়ে করলো স্বাধীন।
কতশত মা-বোন সবে হারাল সম্ভ্রম,
স্বর্ণ দিয়ে লিখা রবে তাঁদের সবার নাম।
আমরা যদি তাঁদের কথা স্মরণে না রাখি,
কেমন করে মোদের মাঝে থাকবে তাদের স্মৃতি।
রাখবো সবাই মনে সারা জীবন ধরে,
শহীদ ভাইদের রক্তের ঋণ শোধ হইবার নয়রে।
তাঁরা যদি তাঁদের জীবন না দিত বলিদান,
কোনো দিনই পেতাম না ফিরে এই স্বাধীনতার মান।
বাংলাভাষা মায়ের ভাষা শুনলে জুড়ায় প্রাণ,
সারা জীবন রাখব ধরে এই বাংলা ভাষার মান।