রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৭, ২০২৪ by

স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকার চুরি, বাধা দিয়ে আহত গৃহবধূ

 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদা নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রান্নাঘরের গ্যাসফ্যান ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর হাতের আঙুলের রগ কেটে গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৪টার দিকে।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টার দিকে দুরুল হোদার বাড়ির রান্নাঘরের গ্যাসফ্যান ভেঙে দুজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। এসময় তারা দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ ৬৫ হাজার টাকা লুট করে। এরপর দুরুল হোদার ছেলের ঘরে ঢুকে দুর্বৃত্তরা। ছেলে না থাকায় পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি এবং মারধর করে তার স্বর্ণালঙ্কার নিলে তিনি (পুত্রবধূ) তাদের বাধা প্রদান করেন। এসময় ওই গৃহবধূ দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। এই সুযোগে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহকর্তা দুরুল হোদা।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, চুরির অভিযোগ পেয়েছি, তবে সেটি আসলেই চুরির ঘটনা নাকি অন্য কিছু, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

About The Author

শেয়ার করুন